দুবাই, ২৮ সেপ্টেম্বর- শুক্রবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
সংযুক্ত আরব-আমিরাতের চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে এক জয় ও এক পরাজয় নিয়ে সুপার ফোরে আসে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ পর্বের দুই ম্যাচেই জয় পায় ভারত । দ্বিতীয় রাউন্ডেও এই পারফরম্যান্স অব্যাহত রাখে রোহিত শর্মারা। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেলেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি টাই করে ভারত। এদিকে সুপার ফোরের তিন ম্যাচের মধ্যে দুইটিতে জিতে মাশরাফিবাহিনী। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে টাইগাররা।