সঠিক তথ্য সঠিকভাবে পূরণ করে আপনি আপনার লিখা সাবমিট করতে পারবেন।
লেখা পাঠানোর নিয়ম
১. সকলকিছু.কম এ আপনি আপনার পছন্দের লিখা সাবমিট করতে পারবেন। তবে তা অবশ্যই সকলকিছুতে নিয়মিত প্রকাশিত বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সাইটের যে কোনো শাখায়ই লেখা দিতে পারেন।
২. লেখা অভ্র বা ইউনিকোডে টাইপ করে টেক্সট কপি দেবেন। বিজয় ফন্টেও দিতে পারেন। লেখার জন্য কোনো শব্দসংখ্যা নির্দিষ্ট নেই। লেখার জন্য কোন সম্মানি প্রদান করা হয় না।
৩. রাষ্ট্র কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা কারও ব্যক্তিসত্তার পরিপন্থী কোন লেখা সকলকিছুতে প্রকাশ করা হয় না।
৪. স্বনামে ও ছদ্মনামে লেখা প্রকাশ করা যাবে। তবে অর্থহীন ও লেখকের ছবি ব্যতীত কোন লেখা প্রকাশ করা হয় না।
৫. সকলকিছুতে প্রকাশিত লেখা অন্যত্রও প্রকাশ করা যাবে। সেক্ষেত্রে লেখকের দ্বিতীয়বার অনুমতির প্রয়োজন হবে না।
৬. প্রকাশিত লেখার লিঙ্ক ইন্টারনেটে প্রকাশ করতে পারবেন।
৭. লেখা প্রকাশিত হওয়া না হওয়ার ব্যাপারে সকলকিছুর সম্পাদকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৮. প্রকাশিত লেখার দায়-দায়িত্ব লেখকের।
আপনি চাইলে ইমেইল-এর মাধ্যমে আপনার লিখা পাঠাতে পারবেন।
ইমেইলে লিখা পাঠাতে করনীয়-
১) আপনার লেখাটি দয়া করে একটি .txt বা .docx ফাইল হিসেবে অ্যাটাচ করে পাঠান।
২) লেখা অভ্র বা ইউনিকোডে টাইপ করে টেক্সট কপি দেবেন । বিজয় ফন্টেও দিতে পারেন ।
৩) লেখার জন্য কোনো শব্দসংখ্যা নির্দিষ্ট নেই ।
৪) লিখার সাথে ছবি আপনি মেইলে এটাচ্চ করে দিবেন।
৫) লিখা পাঠানোর ইমেইল- shokolkichu@gmail.com
**লেখা প্রকাশের ক্ষমতা কর্তৃপক্ষের হাতে ।