ট্রেনের সাথে পরিচিত না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! বিদ্যালয়ে ‘জার্নি বাই ট্রেন’ বা ‘ট্রেন ভ্রমন’ রচনা পড়েনি এমন শিক্ষার্থী নেই বললেই চলে। হয়তো সবার বাস্তব জীবনে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা নাও থাকতে পারে; তবে ট্রেন দেখেছেন বাস্তবে, পত্রিকায় নয়তো-বা সিনেমার পর্দায়। আর অন্যান্য যানবাহনে ভ্রমণের চেয়ে ট্রেন ভ্রমণের মজাটা সম্পূর্ণ আলাদা রকম।
তবে যারা বাস্তবে দূরপাল্লার ট্রেনে সফর করেন তারা খেয়াল করবেন ট্রেন চলার সময় চালক কখনও শর্ট বা কখনও লং হর্ন বাজান। এই শর্ট বা লং হর্ন বাজানোর কতগুলো কারণ আছে। আসুন জেনে নেওয়া যাক সেগুলো কী?
- যদি এক বার শর্ট হর্ন বজায় তাহলে বুঝতে হবে ট্রেনটির রেলইয়ার্ডে যাওয়ার সময় হয়ে গিয়েছে।
- আর দুই বার শর্ট হর্ন বাজালে বুঝতে হবে ট্রেন ছাড়ার জন্য প্রস্তুত। ছাড়ার আগে তাই চালক সতর্ক ইঙ্গিত দিচ্ছেন।
- কখনো যদি তিন বার শর্ট হর্ন বাজান চালক; এর অর্থ ট্রেনের ইঞ্জিনের নিয়ন্ত্রণ লোকো পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সেই সঙ্গে গার্ডের কাছে বার্তা যায়, পরে ভ্যাকুম ব্রেক দিয়ে যেন ট্রেন থামানো হয়।
- ট্রেনের চালক যদি পর পর চার বার শর্ট হর্ন বাজান, তাহলে বুঝতে হবে ট্রেনে যান্ত্রিক কোনও সমস্যা হয়েছে। আর সামনে যাওয়া সম্ভব না।
- দু’বার শর্ট হর্ন আর এক বার লং হর্ন বাজানো মানে কেউ ট্রেনের আপৎকালীন চেন টেনেছেন বা গার্ড ভ্যাকুম ব্রেক কষেছেন।
- ট্রেন চলার সময় যদি লম্বা হর্ন বাজাতে থাকে, তা হলে বুঝতে হবে সামনেই কোনও স্টেশন আছে। তবে সে স্টেশনে ট্রেনটি থামবে না।
- থেমে থেমে দু’বার হর্ন বাজালে বুঝতে হবে সামনেই লেভেল ক্রসিং আছে। কেউ যেন ক্রসিং পারাপার না করেন সেজন্য চালক সতর্ক করে দেন।
- আর ট্রেন যখন ট্র্যাক পরিবর্তন করে তখন চালক দু’বার লম্বা হর্ন এবং এক বার শর্ট হর্ন বাজান।